English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

ব্র্যাডম্যান-লারাদের কাতারে বাবর আজম

- Advertisements -

নাসিম রুমি: পাকিস্তানের সেরা তারকাদের একজন বাবর আজম। সময়ের সেরা ব্যাটারদের একজন। তবে ব্যাট হাতে বর্তমানে চরম দুঃসময় কাটাচ্ছেন এই ওপেনার। বাদ পড়তে হয়েছে দল থেকেও। এর মাঝেই মন ভালোর মতো একটি সংবাদ পেলেন সাবেক পাক অধিনায়ক। কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে প্রদর্শনীতে থাকছে বাবরের ব্যাটও।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মর্যাদাপূর্ণ লং রুমে কিংবদন্তি সব ক্রিকেটারদের ব্যাট প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সেখানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ম্যানেজমেন্ট বাবরকে আমন্ত্রণ জানায় তার ব্যাট স্টেডিয়ামটির লং রুমে দেওয়ার জন্য। তাতে সাড়া দিয়েছেন বাবরও।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাটটি ব্যবহার করেছিলেন, সেটাই চেয়েছিল এমসিজি ম্যানেজমেন্ট। বাবরও সাদরে গ্রহণ করে নেন এই আমন্ত্রণ। কারণ সেখানে যে আছে ডন ব্রাডম্যান, ব্রায়ান লারা, ডেভিড বুন, জ্যাক হবসের মতো কিংবদন্তিদের ব্যাট।

সোমবার (৩নভেম্বর) নিজের টুইটার হ্যান্ডলে একটি পোস্ট করেন বাবর। সেখানে এমসিজিতে দেওয়া ব্যাটের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় বাবরকে। ক্যাপশনে সাবেক পাকিস্তান অধিনায়ক লেখেন, ‘লং রুমে কিংবদন্তিদের মধ্যে আমার ব্যাট দেখে সম্মানিত বোধ করছি।’

বাবর আজম আরও জানিয়েছেন এটা তার জন্য সম্মানের, ‘সত্যি বলতে, এটা আমার জন্য সম্মানের এবং অনেক কিছু, কারণ আমি এই ব্যাট ব্যবহার করে বিশ্বকাপের ফাইনাল খেলেছি। এমসিজিতে আমার অনেক ভালো স্মৃতি। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মাঠ। কিংবদন্তি খেলোয়াড়দের পাশে ব্যাট রাখা সত্যিই সৌভাগ্যের ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন