English

21 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বিয়ের আসর থেকে জুতো চুরি, মামলা ঠুকে দিলেন ম্যাক্সওয়েল

- Advertisements -

বিয়ের আসর থেকে বরের জুতো চুরি করা ভারতীয় উপমহাদেশের একটা মজার ট্রেন্ড। গ্লেন ম্যাক্সওয়েলের সেটি জানা ছিল না। জুতো খোয়া গেছে ভেবে সোজা থানায় চলে যান মামলা ঠুকে দিতে। এমনকি মামলাও করে ফেলেন তিনি। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর তোলপাড় পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এটা যে সত্যিকারে চুরি নয়, তা জানতে পেরে মামলা তুলে নিয়েছেন ম্যাক্সওয়েল।

দীর্ঘদিনের ভারতীয় প্রেমিকা ভিনি রমনের সঙ্গে গত ১৮ই মার্চ গাঁটছড়া বেঁধেছেন অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিয়ে হয়েছে তামিল ব্রাহ্মণ রীতি অনুযায়ী। প্রাইভেট অনুষ্ঠানে দুই পক্ষের প্রায় ৩০০-৩৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।

অনলাইনে বিয়ের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন ম্যাক্সওয়েল।

২০১৭ সাল থেকে ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে সম্পর্ক ম্যাক্সওয়েলের। এর আগে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেও করোনার কারণে তারিখ পিছিয়ে দেয়া হয়। এবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়ে শুভ কাজটা সেরে ফেললেন ম্যাক্সওয়েল। এ জন্য পাকিস্তান সফরে যেতে পারেননি তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন