নিউজিল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন জ্যাকবস। এই বিস্ফোরক মিডল অর্ডার ব্যাটারকে নিয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে কিউইরা।
আজ সোমবার নিজেদের মাঠে লংকানদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
২২ বছর বয়সী এই ব্যাটার গত মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে ১৩৪ রান করে আলোচনায় আসেন। যেখানে গত মাসে ২০২৫ আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন ফাস্ট বোলার জ্যাক ফউকস, কিপার-ব্যাটার মিচেল হে ও টপ অর্ডার ব্যাটসম্যান টিম রবিনসন। তারা দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। গত এপ্রিলে পাকিস্তানে সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় ফউকস ও রবিনসনের। নভেম্বরে শ্রীলংকা সফরে এই সংস্করণে অভিষেক হয়।
আর ওয়ানডে দলে যোগ দেবেন টম ল্যাথাম, উইল ইয়াং ও উইল ও’রোক। শ্রীলংকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে আট টেস্টের সবগুলোতে খেলার পর পেসার ও’রোককে টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে।
এদিকে সাদা বলের দলে ফিরেছেন রাচীন রাবীন্দ্র, ড্যারিল মিচেল ও ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শ্রীলংকা সফরে বিশ্রামে রাখা হয়েছিল তাদের।
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চুক্তিবদ্ধ থাকায় দলে নেই কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন, অ্যাডাম মিল্ন ও টিম সাইফার্ট। চোটের কারণে বাইরে আছেন বেন সিয়ার্স ও কাইল জেমিসন।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শনিবার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়েলিংটনে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, মিচেল হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, ন্যাথান স্মিথ।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, উইল ইয়াং।