বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। নারী বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এই অধিনায়ক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুল বাশার। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এর আগে বাশার দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর পাশাপাশি বাশারের সঙ্গেও নির্বাচক হিসেবে মেয়াদ শেষের পর আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।