English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বিশ্বকাপের পর সব গোপন খবর ফাঁস করবেন আফ্রিদি

- Advertisements -

পাকিস্তান দল ফেবারিট দল হিসেবেই বিশ্বকাপ খেলতে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিল ভারত। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে তারা। তবু পাকিস্তান সমর্থকদের আস্থা রাখতে বলেছিলেন তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

স্বাভাবিকভাবেই এ পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে পাকিস্তানে। দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তো একরকম হুমকিই দিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে আফ্রিদি বলেছেন, শিগগিরই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তানের বর্তমান দলটির ভেতরের খবর ফাঁস করবেন।

ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে আফ্রিদির কাছে পাকিস্তান জাতীয় দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্যের অভাব নিয়ে জানতে চাওয়া হয়েছিল। পাশেই অতিথি চেয়ারে বসে থাকা ২২ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মদ ওয়াসিমকে দেখিয়ে আফ্রিদি বলেন, ‘সে অনেক কিছুই জানে। আমিও জানি। কিন্তু আমরা খোলামেলাভাবে সব বলতে পারি না।’

আফ্রিদি বলেন, দলে খেলোয়াড়দের মধ্যে ঐক্য, একে অপরের সঙ্গে কীভাবে থাকবে, তা নিশ্চিত করার দায়িত্ব অধিনায়কের। অধিনায়ক হয় দলে ইতিবাচক মানসকিতা তৈরি করবেন নতুবা সেটি নষ্ট করবেন বলেই মন্তব্য করেছেন আফ্রিদি। কোচ ও ম্যানেজমেন্টের আগের দলকে একসূত্রে গাঁথার দায়িত্ব অধিনায়কের বলেই মনে করেন তিনি, ‘দলকে মাঠে লড়াই করানোর দায়িত্ব অধিনায়কের।’

জামাতা ও পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমি কিছু বললে লোকে বলবে আমি জামাতার পক্ষে কথা বলছি। কিন্তু সেটা নয়। যদি আমার কন্যা, ছেলে কিংবা জামাতা ভুল করে, আমিও সেটাকে ভুলই বলব।’

আফ্রিদি আরও বলেন, গত কয়েক বছরে পিসিবির নির্বাচক কমিটি ‘কিছু বড় ভুল করেছে’। এসব নিয়েই কথা বলতে চান আফ্রিদি। আর কবে পাকিস্তান দলের ভেতরের খবর ফাঁস করবেন, সেই সময়ও জানিয়েছেন তিনি, ‘বিশ্বকাপের পরই আমি খোলামেলাভাবে সব বলব, আমাদের লোকজনই এ দলটাকে নষ্ট করেছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন