নাসিম রুমি: বিশ্বকাপে বাংলাদেশের সব থেকে স্বস্তির খবর হচ্ছে পেস বোলিং ইউনিট। শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে যার হাত ধরে পেস বোলিংয়ের এত উন্নতি হয়েছে সেই বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ইতি টানছেন বিশ্বকাপের পর!
আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির। অর্থাৎ বিশ্বকাপ শেষেই তার দায়িত্ব শেষ হচ্ছে। বিসিবি সূত্রে জানা গিয়েছে, ডোনাল্ডের মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বোর্ড। ধারণা করা হচ্ছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘গুডবুকে’ না থাকার কারণেই ডোনাল্ডের ওপর আস্থা কমছে বোর্ডের।
অবশ্য ডোনাল্ড এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তবে দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনোযোগ এখন বিশ্বকাপের দিকে।’