বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কী? চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যস্থির করার মত অবস্থা নেই। তবুও যে কোনো দলই সর্বোচ্চ লক্ষ্য নির্ধারণ করে নেয়। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেমিফাইনালের।
আজ বাংলাদেশ সময় বেলা ১১ টায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে আজ। এই ম্যাচে জয় দিয়েই শুরু করতে চায় টাইগাররা। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জয়ভিন্ন এই ম্যাচ থেকে অন্য কোনো কিছুই প্রত্যাশা করছেন না।
বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেয় টাইগাররা। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ খেলেছিলো সুপার এইট। ২০১৯ বিশ্বকাপেও সেমিফাইনালের লক্ষ্য নির্ধারণ করেছিলো। কিন্তু তিন ম্যাচের বেশি জয় পায়নি।
গতবারের মতো এবারও একটি ফরম্যাটে প্রথম রাউন্ড মাঠে গড়াবে। তাই শেষ চারে খেলার সম্ভাবনা রয়েছে এবারও। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও একই আশা।