নাসিমরুমি: কাতার ফুটবল বিশ্বকাপের ২৯০টি টিকিট এসে পৌঁছেছে বাংলাদেশে। বাফুফের কাছে টিকিটের জন্য আবেদন করেছিলো রাজনীতিবিদ, খেলোয়াড় ও শোবিজ জগতের অনেক তারকা। যার মধ্যে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
একটি ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি। ২৬ নভেম্বর আর্জেন্টিনা মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন বাংলাদেশের অধিনায়ক।
এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ দুই কর্তা। ম্যাচ দেখতে সারা দেশে লাগানো হবে ১০টি জায়ান্ট স্ক্রিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে সাকিব অবশ্য চারটি টিকিট চেয়েছিলেন। অত্যধিক চাহিদা থাকায় বাফুফে সাকিবকে চারটি টিকিট দিতে পারেনি, দুটো টিকিট দিয়েছে।ফিফার সদস্য দেশগুলো বিশ্বকাপের টিকিট পেয়ে থাকে। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্দিষ্ট মূল্যের মাধ্যমে সেই টিকিটগুলো ক্রয় করে। বাফুফে এবার ফিফারকাছ থেকে ২৯০ টি টিকিট পেয়েছিল। টিকিট সুষ্ঠুভাবে বন্টনের জন্য একটি আলাদা কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি নানা বিষয় পর্যালোচনা করে টিকিটগ্রহীতাদের নাম চুড়ান্ত করেছে।
বাফুফের সিনিয়র এক্সিকিউটিভ দুই দিন আগে টিকিট সংগ্রহ করতে কাতার গিয়েছিলেন। তিনি কাতারের দোহায় ফিফা টিকিট সেন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করে আজ বাফুফে ভবনে বুঝিয়ে দিয়েছেন। ২-৩ দিন পর টিকিট গ্রহীতাদের টিকিট প্রদান শুরু হবে।