নিজ দেশে লং মার্চ করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লং মার্চের বহরের মধ্যে ঢুকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় ইমরানের পায়ে বেশ কয়েকটি গুলি লেগেছে। এমন ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারা।
ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আজ তার ওপর যখন গুলিবর্ষণ হলো, তখন অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে জয় পেয়েছে পাকিস্তান। ৩৩ রানে ওই জয়ের আনন্দের মাঝেই ইমরানের ওপর গুলিবর্ষণের খবর পান বাবর আজমরা। টুইটারে পাকিস্তান অধিনায়ক এর তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘ইমরান খানের ওপর ঘৃণ্য এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ আমাদের অধিনায়ক ও পাকিস্তানকে রক্ষা করুক। আমিন। ’
‘সুলতান অব সুইং’ খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জাতীয় দলে ইমরানের নেতৃত্বে খেলেছেন। ইমরানের সঙ্গে তার সম্পর্কও দারুণ। সাবেক অধিনায়কের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি লিখেন, ‘ওয়াজিরাবাদের ঘটনায় খুবই বিব্রত। ইমরান ভাইসহ লং মার্চে থাকা সবার জন্য দোয়া রইল। দেশের সবাইকে এক হতে হবে, আমাদের জাতিগত ঐক্য কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না। ’
পাকিস্তানের সাবেক পেস মহাতারকা শোয়েব আখতারও এই হামলার নিন্দা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘ইমরান ভাইয়ের ওপর হামলার খবর শুনলাম। আলহামদুলিল্লাহ, তিনি শঙ্কামুক্ত। এই হামলার নিন্দা জানাই। ’ আরেক সাবেক পেসার উমর গুল লিখেছেন, ‘ইমরান খানের ওপর গুলিবর্ষণের খবরে খুব কষ্ট পেয়েছি। তার এবং বাকিদের জন্য দোয়া রইল। দারুণ সাহস দেখানো সেই তরুণটিকে স্যালুট, তার কারণে হতাহতের পরিমাণ কম হয়েছে।’