দুই দলের মুখোমুখি ৬ দেখায় ৩ জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে এক জয় পেয়েছে আয়ারল্যান্ড। বাকি দুটির ফল হয়নি। সম্প্রতি ভালো ছন্দে আছে আয়ারল্যান্ডের মেয়েরা। তারা ঘরের মাঠে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে। তবে বাংলাদেশে খেলাটা তাদের জন্য যে চ্যালেঞ্জিং হবে তা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখানোর কথা জানিয়ে জ্যোতি বলেছেন, ‘তবে এটা নিয়ে… আমি বলব প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের ৬ পয়েন্ট নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। প্রতিটা ম্যাচ মূল্যবান। আমরা চেষ্টা করব দাপট দেখিয়ে খেলতে। আয়ারল্যান্ড আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে নিচে। যদি আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে না পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব।’