প্রথমবার রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে দিয়েছেন।
অনানুষ্ঠানিক ফল বলছে ইউসুফ পাঠান পেয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৫৩৪ ভোট। তার নিকটত প্রার্থী অধীর পেয়েছেন ৪ লাখ ১৮ হাজার ১৫৩ ভোট।
টানা ২৫ বছর পর বহরমপুর ‘হাত’ছাড়া। অধীর চৌধুরী ভূপাতিত। ২০২৪ সালের লোকসভা ভোটে জয় পেতে বামদের সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছিলেন অধীর। কিন্তু সেই জোট সাফল্য পায়নি। বরং সাবেক ক্রিকেটার ইউসুফের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ এই নেতা।
২০১৯ সালের লোকসভা ভোটে অধীরকে বাঁচিয়েছিল বহরমপুর বিধানসভা। সেখান থেকে ৮১ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গড় রক্ষা করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। সেই সিপিএম প্রকাশ্যেই অধীরের হয়ে ময়দানে নেমেছিল। সে যাত্রায় রক্ষা পেলেও, এ বারের ভোটে জিততে পারলেন না তিনি।