নাসিম রুমি: এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের পক্ষেও এশিয়া কাপ জয় করা সম্ভব। তাসকিনের মতো পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও বাংলাদেশকে রেখেছেন সম্ভাবনার কাতারে।
এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ফেভারিট দল। তবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হিসাবের বাহিরে না রেখে ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম মনে করেন, যেকেউই নিজেদের দিনে জিততে পারে।
২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ধারণা করা হয়েছিল, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল শ্রীলঙ্কা। এমনকি শিরোপাও জিতে নিয়েছে তারা। সেইটায় আবার মনে করিয়ে দিলেন ওয়াসিম।
এশিয়া কাপে স্পন্সরদের আয়োজনে এক অনুষ্ঠানে গণমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না।