English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

বলের আঘাতে রক্তাক্ত হওয়া ভক্তকে জড়িয়ে ধরতে চান তাওহিদ

- Advertisements -
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়কদের একজন তাওহিদ হৃদয়। ১২৫ রান তাড়ায় বিপদে পড়েছিল বাংলাদেশ। পাঁচে নেমে ২০ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংসে দলকে জয়ের পথে রাখেন তাওহিদ। যেখানে ৪টি ছয় ও ১টি চার মারেন এই তরুণ।
তাওহিদের হাঁকানো একটি ছয় রক্তাক্ত করে গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থককে। ম্যাচের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তাওহিদ।
সেই ভক্তের ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তাওহিদ লেখেন ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না।আমার জন্য কারো রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।

সেই ভক্তের সঙ্গে দেখা হলে বুকে টেনে নিতে চান তাওহিদ, ‘প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে।

আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেই-বা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথি।’
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন