ফিটনেস পরীক্ষায় উতরে গেলেন কেমার রোচ। শেষ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে ঢুকে গেলেন এই পেসার। অ্যান্টিগায় প্রথম টেস্টের আগেই ১৩তম সদস্যের ক্যারিবীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।
রোচের স্কোয়াডে ফেরা নিয়ে উচ্ছ্বসিত উইন্ডিজদের হেড কোচ ফিল সিমন্স, ‘টেস্ট ম্যাচের জন্য সে (রোচ) ফিট হয়ে ফিরেছে, এটা দারুণ ব্যাপার।
তরুণদের জন্য রোচ সবসময়ই এক অনুপ্রেরণার নাম। এখন সে প্রস্তুত। ২৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে সে। মাঠে ও ড্রেসিং রুমে সে যা করে তাতে আমরা খুশি। সে ফিট জেনে আমি খুব আনন্দিত, রোচের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।’
৭১ টেস্টের ক্যারিয়ারে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে পেয়েছেন ৩৪টি, ৮ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তিও আছে তাঁর।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথমেই টেস্ট সিরিজ, দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এই টেস্ট।