নাসিম রুমি: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে ক্রিকেটবিশ্বে চলছে নানা বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও জানালেন তার মতামত— তার মতে, ফাইনালে পরিষ্কারভাবে এগিয়ে থাকবে ভারত।
ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠানে ‘গেম অন হ্যায়’-এ শোয়েব বলেন, ‘যদি সম্ভাবনার কথা বলি, আমি বলব ভারতের পক্ষে ৭০-৩০।’ অর্থাৎ নিউজিল্যান্ডকে ফাইনালের আন্ডারডগ হিসেবেই দেখছেন তিনি।
তবে শোয়েব কিউইদের পুরোপুরি হিসাবের বাইরে রাখছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন বলে মনে করেন তিনি। ‘আপনাকে ভুলে যেতে হবে যে আপনি ভারতের বিরুদ্ধে খেলছেন এবং তাদের চেয়ে পিছিয়ে আছেন। স্যান্টনারের সেই বিশ্বাস আছে। আমি তার মধ্যে এটি দেখেছি। একজন অধিনায়ক হিসেবে তিনি শিরোপা জিততে চান,’ বলেন শোয়েব।
শোয়েবের মতে, ফাইনালে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আগ্রাসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণকে চাপে ফেলতে পারেন। তিনি বলেন, ‘আপনাকে ঠিক সময়ে ঠিক কাজটি করতে হবে। আক্রমণ ভাঙতে হবে। রোহিত শর্মা স্পিনারদের নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন, স্যান্টনারকেও আক্রমণ করবেন। সেই মুহূর্তে স্যান্টনারকে দলকে নেতৃত্ব দিতে হবে।’
স্পিন আক্রমণ ও ব্যাটসম্যানদের স্পিন সামলানোর দক্ষতা বিবেচনায় শোয়েব ভারতকেই এগিয়ে রাখছেন। তবে কিউইরা তাদের সেরা দিন কাটালে চিত্রটা বদলাতেও পারে বলে মনে করেন তিনি। ‘স্পিনার এবং তাদের অভিজ্ঞতা বিবেচনায় ভারত এগিয়ে। তবে নিউজিল্যান্ড যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে তারাও জিততে পারে।’
ফাইনালে শেষ হাসি হাসবে কারা, সেটা জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। তবে শোয়েবের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফেভারিট হিসেবে ভারতই নামছে শিরোপা লড়াইয়ে।