৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার তথা পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট দলের বর্তমান কোচ অরুণ লাল। বিয়ের কনে ৩৭ বছর বয়সী বুলবুল সাহা। তাদের দুজনের মাঝে নাকি অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। আগামী ২ মে কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান।
রীনা দেবীর সঙ্গেও দীর্ঘ প্রেম ছিল অরুণের। তার হবু দ্বিতীয় স্ত্রী বুলবুল নাকি প্রথম স্ত্রীর অসুস্থতার কথা জানেন। বেশ কয়েকবার বাড়িতে গিয়ে দেখেও এসেছেন। শোনা যাচ্ছে, অরুণ লালের প্রথম স্ত্রী রীনা দেবীর সেবা-শুশ্রুষার দায়িত্ব নিচ্ছেন অরুণ লালের দ্বিতীয় স্ত্রী বুলবুল! ভারতের হয়ে ১৬টি টেস্ট এবং ১৩টি ওয়ানডে খেলা এই অরুণ লাল নিজেও ২০১৬ সালে চোয়ালের ক্যান্সারে আক্রান্ত হন। তখন প্রথম স্ত্রী রীনা দেবী তার পাশে ছিলেন। সেই লড়াইয়ে জয়ী হয়ে আবারও কোচিংয়ে ফিরে আসেন অরুণ লাল।