English

31 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
- Advertisement -

প্রতিদিন ৫ লিটার দুধ খাওয়া নিয়ে কী বললেন ধোনি?

- Advertisements -

নাসিম রুমি: পাকিস্তানের বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলে নিজের আগমনী বার্তাটা জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশাখাপত্তনমের সে দিনটার ২০ বছর পূরণ এই দিন বিশেক আগে। সে দিন আরও একটা মিথেরও জন্ম হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির এই ছক্কা মারার রহস্য নাকি লুকিয়ে আছে তার ডায়েটে, প্রতিদিন নাকি ৫ লিটার দুধ খান তিনি। প্রায় দুই দশক পর ধোনি এবার সে বিষয়ে জানালেন নিজেই।

সম্প্রতি এক প্রচারমূলক অনুষ্ঠানে গিয়ে ধোনি হাস্যরসের মধ্য দিয়ে নিজেকে নিয়ে ছড়ানো পুরনো গুজব নিয়ে মুখ খোলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, তার সম্পর্কে সবচেয়ে উদ্ভট গুজব কোনটি তিনি শুনেছেন?

জবাবে কোনো দ্বিধা ছাড়াই ধোনি বলেন, ‘আমি নাকি প্রতিদিন ৫ লিটার দুধ খাই।’ এ কথা শুনে সঞ্চালক নিজেও বিস্মিত হন। ধোনি এরপর হাসতে হাসতে বলেন, ‘আমি আগে প্রতিদিন হয়তো এক লিটার দুধ খেতাম, তাও দিনে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু চার লিটার বেশি হয়ে যায়, সেটা কারো পক্ষেই সম্ভব না।’

এরপর সঞ্চালক তাকে আরেকটি গুজব নিয়ে প্রশ্ন করেন। গুজবটি হলো, ধোনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি বানাতেন। ধোনি এটিও হেসে উড়িয়ে দেন। বলেন, ‘আমি তো লাচ্ছি খাই না, বানানো তো দূরের কথা।’

উল্লেখ্য, ২০০৪-০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় থেকেই একটি বিশ্বাস ছিল, ধোনির বিপুল শক্তির রহস্য হচ্ছে প্রতিদিন ৫ লিটার দুধ খাওয়া। কিন্তু ধোনি এবার সরাসরি বললেন, এই কথায় একদমই সত্যতা নেই।

ধোনিকে নিয়ে এমন উদ্ভট সব গুঞ্জনের কারণ ছিল একটাই। তার অতিমানবীয় সব পারফর্ম্যান্স। পাকিস্তানের বিপক্ষে ওই ইনিংস, এরপর সে বছরই জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের অপরাজিত এক ইনিংসে নিজেকে রীতিমতো অতিমানব হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ধোনি।

সে বছরের পরেই ধোনির ক্যারিয়ারে নতুন মোড় এসেছিল। ফলে তার ব্যাটিং পজিশনও বদলে গিয়েছিল। এমন অতিমানবীয় ইনিংসও আর খুব একটা দেখা যায়নি তার ব্যাটে। যদি সে পজিশনেই থিতু হতেন, আর খেলতেনও এমন সব ইনিংস, তাহলে এমন গুঞ্জন আরও কতশত ছড়াত কে জানে!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন