বিশ্বকাপের আগে দলের কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কয়েক দিন আগেই সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবার নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্রান্ট ব্র্যাডবার্নকে আগামী দুই বছরের জন্য পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রেখে দিল পাকিস্তান। এর আগে তিনি দুই বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছেন।
নিউজিল্যান্ডের হয়ে সাতটি টেস্ট এবং ১১টি ওয়ানডে খেলা ৫৬ বছর বয়সী ব্র্যাডবার্ন গত মার্চে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়া মিকি আর্থারের অধীনে কাজ করবেন। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে প্রধান কোচ হিসেবে ব্র্যাডবার্নের প্রথম অ্যাসাইনমেন্ট। গত এপ্রিল ও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি সীমিত ওভারের ম্যাচে কোচ ছিলেন ব্র্যাডবার্ন।