নাসিম রুমি: পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছেন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তার জাতীয় দলে খেলা নিয়েই শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি পাকিস্তানে গিয়ে রীতিমতো অনুশীলনও শুরু করে দিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সাকিব আল হাসান ছিলেন এই সরকারের একজন সাংসদ। তাই সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে দেশে। কি্নতু আইসিসির আইনে রাজনৈতিক কারণে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। মেধা এবং অভিজ্ঞতা বিবেচনায় তাকে পাকিস্তান সফরের দলে নেওয়া হয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দেশের বাইরে আছেন সাকিব। গত ১২ জুলাই পর্যন্ত তার এনওসির মেয়াদ ছিল। সেটা শেষ হতেই কানাডা থেকে দেশে না ফিরে তিনি সরাসরি চলে যান পাকিস্তানে। ১২ আগস্ট দলের বাকি সদস্যরাও পাকিস্তানে গিয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।