দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য নিয়মরক্ষার। কারণ পাকিস্তান আগেই সিরিজ জিতে নিয়েছিল।
রবিবার (২২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে গ্যালারিতেও ঘটেছে একাধিক তাক লাগানো ঘটনা। ওয়ান্ডারার্সে নিয়মরক্ষার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশটির অনেক দর্শক। খেলা চলাকালীন প্রসববেদনা উঠলে স্টেডিয়ামের ভেতরে হাসপাতালে সন্তানের জন্ম হয় এক তরুণীর, যা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও জানানো হয়।
এদিন স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিল ওই তরুণী। ম্যাচের মাঝে এক পর্যায়ে তার প্রসব-যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে এই তরুণীকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন তিনি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই খুশির একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, ‘স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ এই বার্তা পেয়ে সবাই করতালি দিয়ে উঠেন, ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।
এদিন ওয়ান্ডার্সের আরও একটি সুন্দর দৃশ্য দেখা গেছে। ম্যাচের মাঝেই এক তরুণ তার প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। পাশের কয়েকজনকে দেখা যায় গান গাইতে। সেই দৃশ্যও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি তিনি গ্রহণ করেন। সেই দৃশ্য দেখে করতালির মাধ্যমে স্বাগত জানান দর্শকরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানে। জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। ওভার কমিয়ে আনা ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছিল বাবর আজমের দল। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৩৬ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
দলের জয়ে আবারও সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। নেতৃত্বে আসার পর টানা দুটি ওয়ানডে সিরিজ জিতেছেন মোহাম্মদ রিজওয়ান।