নাসিম রুমি: চট্টগ্রামে নিজের শহরে স্ট্রোক করেছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার এবং বর্তমানে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার ভোরে কাজী দেউড়ির নিজ বাসায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় পর স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হয়। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর নাফিসের অসুস্থতার খবর নিশ্চিত করেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে।
ঢাকায় নাফিসকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘মাইনর স্ট্রোক হয়েছে নাফিসের। চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
৩৯ বছর বয়সি নাফিস বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পথে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ওপেনার নাফিস। একই বছর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচই তার শেষ ওয়ানডে। ২০০৬ সালে বগুড়ায় শেষ টেস্ট খেলেছেন শ্রীলংকার বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে নাফিস সবশেষ খেলেছেন ২০১৮ সালে। ২০২২ সালে জাতীয় দলের ম্যানেজার করা হয় তাকে। সবশেষ টি ২০ বিশ্বকাপে তিনি ছিলেন লজিস্টিকস ম্যানেজার। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বড় ভাই প্রয়াত ইকবাল খানের বড় ছেলে নাফিস ইকবাল। তার ছোট ভাই তামিম ইকবাল।