নাসিম রুমি: আবারও দাদাগিরি নিয়ে পর্দায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলী। শুরু হয়েছে দাদাগিরি সিজন-১০। সঞ্চালক সৌরভ প্রথমদিনই প্রতিযোগীর সঙ্গে নাচলেন ‘নাটু নাটু’ গানে। উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের।
দীর্ঘ অপেক্ষার পর ৭অক্টোবর থেকে জি বাংলার মঞ্চে স্বমহিমায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলী।
এদিকে দাদাগিরি সিজন-১০ এর খেলায় আগের তুলনায় বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। তবে সব চেয়ে বেশি নজর কেড়েছেন খুদ দাদা—সৌরভ গাঙ্গুলী।
এদিন যারা প্রতিযোগী ছিলেন তাদের একজন সৌরভকে জিজ্ঞেস করেন, কে বেশি ভালো জামাই হিসেবে তিনি নাকি বউমা হিসেবে ডোনা গাঙ্গুলী? উত্তরে সৌরভ এদিন এক বাক্যে বলেন ‘দাদার থেকে ভালো কেউ হতেই পারে না!’
সেই প্রতিযোগী যখন তাকে পাল্টা জিজ্ঞেস করেন বাড়ি গিয়ে বকা খাওয়ার ভয় নেই? উত্তরে তিনি সাফ সাফ বলে দেন, ওসব প্রেম করার সময় হতো। এখন আর চাপ নেই।
এদিন সৌরভকে দাদাগিরির মঞ্চে নাচতে দেখা গেছে! ‘আরআরআর’ ছবির অস্কারজয়ী গান ‘নাটু নাটু’তে তিনি জমিয়ে নেচেছেন এক প্রতিযোগীর সঙ্গে। তাকে সেই গানের হুক স্টেপ করতে দেখা যায়। একই সঙ্গে জানান তাকে কেন বাংলার বাঘ বলে ডাকা হয়।
এবারে দাদাগিরির মন্ত্র বাঙালি লড়ে… বাঙালি আজও দাদাগিরি করে। লর্ডসের মাঠে দাদার সেই জার্সি ওড়ানো আজও হিট! তাকে অনেক সময়ই বাংলার বাঘ বলেও ডাকা হয়। কিন্তু বাংলার বাঘের সঙ্গে তার মিল কোথায়? এক প্রতিযোগীর উত্তরে সৌরভ বলেন, তার বাঘের মতো ছাতি।