নাসিম রুমি: বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্মদিন আজ। ১৯৬৮ সালের ১৩ সেপ্টেম্বর তিনি কলম্বোয় জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি। বরং তিনি বেশি পরিচিতি পেয়েছেন কোচিং পেশায় যোগ দিয়ে। দুই দফায় তিনি বাংলাদেশের কোচ হয়েছেন। যদিও, এই মুহূর্তে তার চাকরি হুমকির মুখে।
শ্রীলঙ্কান এই কোচ আজ ৫৬ বছরে পা দিলেন। ১৯৯১ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ওপেনিং ব্যাটার হিসেবে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেননি। ২৬ টেস্ট আর ৩৫ ওয়ানডেতেই থেমেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথম শ্রেণিতে ২০৭ ম্যাচে ১০ হাজারের বেশি রান আছে তার। ২০০৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি কোচিং পেশায় যোগ দেন।
২০১৪ সালে হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হন। এরপর ২০১৫ বিশ্বকাপসহ ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো দলকে সিরিজ হারানোর কৃতিত্ব দেখায় টিম টাইগার। ২০১৭ সালে হুট করেই তিনি পদত্যাগ করেন। এরপর ফের ২০২৩ সালে তাকে প্রধান কোচ হিসেবে নিয়ে আসেন তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। হাথুরু আবারও জড়ান নানা বিতর্কে।
এ যাত্রায় হাথুরুর অধীনে ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয় বাংলাদেশের। তবে পাকিস্তানের মাটিতে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় দেশের টেস্ট ইতিহাসেরই সেরা সাফল্য। এর আগেই দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনে পাপনের বিসিবি ভেঙে যায়। হুমকির মুখে পড়ে হাথুরুর চাকরি। কিন্তু পাকিস্তান সিরিজে দুর্দান্ত সাফল্যের পর এখনও তিনি টিকে আছেন। কতদিন টিকবেন- তা অনিশ্চিত।
চলতি মেয়াদে হাথুরুকে ঘিরে বিতর্ক কম হয়নি। আগের মতোই তিনি দলে একনায়ক হয়ে উঠেছেন। গত ওয়ানডে বিশ্বকাপে তো নাসুম আহমেদকে চড় মারার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতকিছুর পরও তিনি টিকে ছিলেন নাজমুল হাসানের সৌজন্যে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার চুক্তির মেয়াদ। সে পর্যন্ত টিকতে পারেন কিনা তা সময়ই বলে দেবে।