নাসিম রুমি: ক্রিকেট থেকে রাজনীতির মাঠে দারুণভাবে সফল মাশরাফি বিন মর্তুজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের লড়াইয়ে নেমেছিলেন মাশরাফি।
এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। নিজ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী।
টানা দ্বিতীয়বার নির্বাচনে জয়ের পর ফেসবুকে নিজ জেলা নড়াইলের জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। ব্যাট হাতে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী।
ছবির সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।