আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে হইচই ফেলে দিয়ে বিজ্ঞাপনের কাজে দুবাইয়ের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। অবশেষে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফিরলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
ওয়ে আগে, গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।
এসব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গণমাধ্যমকর্মীরা গতকাল বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কিন্তু সাকিব কোনো কথা বলেননি। প্লেন থেকে নেমে গাড়ি নিয়ে সোজা বের হয়ে গেছেন। এদিকে, এখন সাকিব আল হাসানকে ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে টাইগাররা।