বিশ্বকাপের পর নানান নাটকীয়তা দেখা যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটে। বোর্ডের ওপর দেশটির সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকায় শ্রীলঙ্কা ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যা এখনো চলমান। এবার সেই নিষেধাজ্ঞা মাথায় নিয়ে বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা।
আগামী ৬ জানুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। তার আগে গতকাল আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়কের পাশাপাশি সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে লঙ্কান বোর্ড। এই দুই ফরম্যাটেই ডেপুটি অধিনায়কের দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা।
এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দাসুন শানাকা। এবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে ওয়ানডেতে কুশল মেন্ডিস এবং টি-টোয়েন্টিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। এর আগে ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি অধিনায়ত্বের দায়িত্ব পান শানাকা। এরপর ২০২১ সালের জুলাই মাসে ওয়ানডে ক্রিকেটের অধিনায়ত্বের দায়িত্ব দেওয়া হয় তাকে।
এদিকে ওয়ানডে সিরিজে নেতৃত্বের দায়িত্ব পাওয়া কুশাল মেন্ডিস এর আগেও দলের নেতৃত্ব দিয়েছেন। সব শেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও শানাকা ইনজুরিতে থাকায় কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন মেন্ডিস। অন্যদিকে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের আগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দল থেকে ছিটকে যান হাসারাঙ্গা। এতে করে বিশ্বকাপেও খেলতে পারেনি তিনি। অবশেষে এই সিরিজের মধ্যে দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন এই লঙ্কান অলরাউন্ডার।
এছাড়া বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ‘টাইমড আউট’ কাণ্ডে বিতর্কে জড়ানো অ্যাঞ্জেলো ম্যাথুসকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হলেও ওয়ানডে ফরম্যাট থেকে বাদ দেওয়া হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে। এর আগে সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামেন ম্যাথিউস। এই সিরিজ দিয়ে ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরবেন তিনি। আগামী ৬ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন স্বাগতিকরা।