ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে টানা পাঁচ ম্যাচে হারের পর হালে একটু পানি পেয়েছে দিল্লি ক্যাপিটালস। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল মোস্তাফিজুর রহমানরা।
দলের দ্বিতীয় জয়ের দিনে এবার মোটা অঙ্কের জরিমানাও গুণতে হলো অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। মূলত স্লো-ওভার রেটের কারণেই জরিমানার মুখে পড়েছেন এই অজি তারকা।
সোমবার (২৪ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে স্লো-ওভার রেটের খড়গে পড়তে হয়েছে তাকে। এই কারণে ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের ভিত্তিতে ওয়ার্নারকে ১২ লাখ রুপি বা সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি।
চলতি আসরে এবারই প্রথমবারের মতো দ্য ফিজদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারার অভিযোগ উঠেছে। এই কারণে অনেকটা কম জরিমানার মুখেই পড়েছে দলটি। তবে আবারও একই ভুল করলে পুরো দলকেই জরিমানার মুখে পড়তে হতে পারে।
জরিমানা গুনলেও অবশ্য কোনো আক্ষেপ থাকার কথা না ওয়ার্নারের। কারণ, মাত্র ১৪৪ রানের পুঁজি নিয়ে দলের দ্বিতীয় জয় নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।