English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশে স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত নেপাল। জান্নাতুল মাওয়া-নিশিতা নিশিদের স্পিন বিষে নিল নেপালের ব্যাটারদের। টাইগ্রেস বোলারদের তোপে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ নেপাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ। ৫ উইকেটের দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো যুবা টাইগ্রেসরা।

শনিবার (১৮ জানুয়ারি) টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে ৫২ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন। বাংলাদেশের পক্ষে ১১ রান খরচায় ২ উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া।

জবাবে ব্যাট করতে নেমে চরম চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া ও জোরাইয়া ফেরদৌস।

এরপর সুমাইয়া ইসলাম ও সাদিয়া আক্তার দলকে টেনে তোলেন। ১৬ রান করে সাদিয়া আউট হলে ভাঙে ২১ রানের জুটি। তবে ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। বাকি কাজটা আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া দ্রুতই সেরেছেন। তাতে ৪০ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন