English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম: লিটন

- Advertisements -

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দেশসেরা ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুরনো পিঠের ইনজুরিতে অস্বস্তিবোধ করছিলেন তামিম। অনুশীলনেও তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই টেস্টের জন্য বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন, তামিমের বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল টিম।

আর একদিন পরই বুধবার থেকে শুরু হবে ঢাকা টেস্ট। তার আগে আজ সোমবার মিরপুর শেরে বাংলায় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক লিটন দাস। তামিমের ইনজুরি বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাপারটা অবশ্যই মেডিকেল টিম দেখবে। তিনি যদি ফিট থাকেন, ম্যাচ খেলবেন।

লিটনের কথায় স্পষ্ট, ঢাকা টেস্টে তামিমের খেলা এখনও নিশ্চিত নয়। এদিকে গতকাল রবিবার বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘লিটনের এমআরআই করা হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায়নি। সে বেশ ভালো আছে। অনুশীলনে থাকলেও পর্যবেক্ষণে আছেন তামিম।

তার অবস্থা পর্যবেক্ষণ করছেন ট্রেইনার, ফিজিও।’ 
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন