English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি: মাশরাফী

- Advertisements -

তামিম ইকবাল-সাকিব আল হাসানের পর এবার তামিমের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে কথা বলেছেন মাশরাফী বিন মুর্তজা। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে নানা প্রসঙ্গে মাশরাফী জানিয়েছেন, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে তামিমের সরে দাঁড়ানো উচিত হয়নি। তাঁর মতে, ‘আমার কাছে কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে।

বোর্ড তাদের দিল থেকে তামিমের অধিনায়কত্বের ব্যাপারে পরিস্কার বার্তা দিয়েছে। তারা মিডিয়ায়ও বলেছে বিশ্বকাপে তামিমের অধিনায়কত্ব নিয়ে তাদের সমস্যা নেই।’

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরলেও তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন।
এরপর নানা ঘটনাপ্রবাহে বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তামিমের। এক ভিডিও বার্তায় গতকাল তামিম জানান, বোর্ড উপরের স্তরের একজন তাঁকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেনিং ছেড়ে নিচে খেলার প্রস্তাব দেন। বিষয়টি ভালোভাবে নেননি তামিম। তাঁকে বিশ্বকাপ দলে না রাখার কথা জানিয়ে দেন।

তবে মাশরাফী মনে করেন, এই বিষয়টি নিয়ে তামিমের সঙ্গে কথা বলতে পারতেন সাকিব, ‘সাকিব আরো একটি কথা বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে।’ আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই। সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করব।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন