সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক কেমন, তা নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে। তাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামনে নিয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পরে অবশ্য তিনি জানান, মিডিয়া থেকেই কেবল শুনেছেন; নিজে দেখেননি।
আজ বৃহস্পতিবার রাতে টিম হোটেলে হাজির হন বিসিবি সভাপতি। দলের সবার সঙ্গে একটি বৈঠকও করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন এ নিয়ে টিম হোটেলে দ্বিতীয় বৈঠক তার। এরপর পাপন জানালেন, আমার সামনেই সাকিব-তামিম কথা বলেছে।
তিনি বলেছেন, ‘আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে, বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সবসময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।’
এই বিষয়টা এখানেই শেষ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেন পাপন।