নাসিম রুমি: বিশ্ব তামাকবিরোধী দিবসে শচীন টেন্ডুলকারের একটি পোস্ট বিতর্ক তৈরি করল সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, সুনীল গাভাস্কার, কপিল দেব, বীরেন্দর সেহওয়াগদের একহাত নিয়েছেন তিনি।
শচীন সমাজমাধ্যমে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরুর সময় আমার বাবা একটা সামান্য, তবে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। কখনো যেন তামাকজাত দ্রব্যের প্রচার না করি। আজ পর্যন্ত সেটা মেনে চলেছি। আপনারাও সেটা করতে পারেন। উজ্জ্বল ভবিষ্যতের জন্য তামাকের বদলে সুন্দর স্বাস্থ্যকে বেছে নিন।’
শচীন কারও নাম করেননি। কিন্তু তার ইঙ্গিত যে গাভাস্কারদের দিকে, তা স্পষ্ট। বিশ্বকাপ ও আইপিএল চলার সময় গাভাস্কার, কপিল, সেহওয়াগ এবং ক্রিস গেইল একটি সংস্থার তামাকজাত দ্রব্যের প্রচার করেছিলেন। শচীন বলেন টাকার জন্য সন্মান নষ্ট করতে চাইনা।
টিভিতে তা দেখানো হয়েছে। গাভাস্কার, কপিলের মতো ক্রিকেটার কী করে এ কাজ করতে পারেন, এটা ভেবে অনেকেই বিস্মিত হয়েছিলেন। শচীনও যে তাতে খুশি নন, বোঝা গেল।