নাসিম রুমি: প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হেনেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকে সাজঘরে পাঠিয়েছেন হাসান মাহমুদ। এই দুই উইকেট তুলে নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন এই টাইগার পেসার।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি গড়েছেন হাসান। ২০২৪ সালেই টেস্টে অভিষেক হয়েছে এই পেসারের। অভিষিক্ত বছরে অষ্টম ম্যাচে এসে ২৫ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছিল শাহাদত হোসেন রাজীবের দখলে। ২০০৮ সালে ৯ টেস্ট খেলে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। এক টেস্ট হাতে রেখেই তার রেকর্ড নিজের করে নিয়েছেন হাসান মাহমুদ।
৮ টেস্টের ১৩ ইনিংসে হাসানের উইকেট হলো ২৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে ৬, পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ৮, ভারতের বিপক্ষে দুই টেস্টে ৬ ও দক্ষিণ আফ্রিকার দুই টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।