নাসিম রুমি: চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়ে সবার আগেই বাদ পড়েছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে, তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। আজ বৃহস্পতিবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি থেকে কোটি টাকা আয় করছে।
অংশগ্রহণ ফি পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে। এ ছাড়া ৮ দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টমও হয়, তাহলেও পাবে আর্থিক পুরস্কার।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার অংকে প্রায় ১ কোটি ৭০ লাখ। আর অংশগ্রহণ ফি হিসেবে বাংলাদেশ পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, যা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ বাংলাদেশ দলের কোষাগারে ৩ কোটি ২০ লাখ টাকা ইতিমধ্যে চলে এসেছে।
টাকার পরিমাণ আরও বাড়বে যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। কাল ম্যাচ হলে এবং তাতে জিতলে পাকিস্তানের চেয়ে ৪১ লাখ টাকা বেশি আয় করবে বাংলাদেশ দল।