English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর মাশরাফী যা বললেন

- Advertisements -

নাসিম রুমি: শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের সুপার এইটে উঠার পথটা সহজ হয়েছে। আর গ্রুপ পর্বেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে শ্রীলঙ্কা। শনিবার ডালাসের মাঠে মাত্র ২ উইকেটে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল।

জয়টি ছোট হলেও মাহাত্ম অনেক। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুক পোস্টে ম্যাচ বিশ্লেষণে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ম্যাচ হ্যান্ডস্যামলি জিতলে ভালো হতো। তবে এই জয়েই চাপ থেকে মুক্তি পাবে দল।

বিশ্লেষণে তিনি লিখেছেন, ‘বোলিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোনো কারণ নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা। কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিল। চাপ সামলে দারুণভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’

লেগ স্পিনারের আক্ষেপ মিটেছে জানিয়ে লিখেন, ‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে। তানজিম সাকিব সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।’

ফর্মহীন লিটনকে দায়িত্বশীল আর হৃদয়কে সাহসী উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে। তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচগুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি, এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিল। যা-ই হোক দিনশেষে জয় জয়ই। কারণ দল এমনিতেই ওনেক চাপে ছিল।’

শেষাংশে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে তিনি বলেন, ‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো। কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়, পরেরগুলো সহজ হোক এই প্রত্যাশা। ওহ, রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন