English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

ছোট ভুলগুলো ঠিক না করলে আমাদের অবস্থা এমনই থাকবে: পাপন

- Advertisements -

রোববার রাতে এশিয়া কাপ ফাইনালে লড়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচের ফাঁকে ফাঁকে প্রায়ই টিভি ক্যামেরায় দেখা গেছে পাশাপাশি বসে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

এশিয়া কাপের ২০১৮ সালের আসরে ফাইনাল খেলেছিল এ দুজনের দেশ। তবে এবার সুপার ফোরে থেমে গেছে ভারত, বাংলাদেশ বাদ পড়েছে প্রথম রাউন্ডেই। তবে বিসিবি প্রেসিডেন্ট মনে করেন, বাংলাদেশ দল আসলে খারাপ নয়। ছোট ছোট ভুলের কারণে এশিয়া কাপে ভালো করতে পারেনি তারা।

ফাইনাল শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আসলে বাংলাদেশেরই জেতা উচিত ছিল। সেই ম্যাচ জিতলে বাংলাদেশ ফাইনালও খেলতে পারতো বলে মনে করেন পাপন।

তার ভাষ্য, ‘বাংলাদেশ দল ভালো। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা না জেতার কারণ ছিল না। আমরা যদি সেই ম্যাচটা জিততাম তাহলে আমাদেরও সেই সুযোগটা (শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়া) আসতে পারতো। বলা তো যায় না। কিন্তু মাঠে কীভাবে পারফর্ম করে ক্রিকেটাররা, সেটার ওপর নির্ভর করে।’

পাপন আরও বলেন, ‘ক্রিকেট হচ্ছে সেখানে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান আজকে ক্যাচ মিস করেছে। আমরাও ক্যাচ মিস করেছি।’

বিসিবি সভাপতির মতে, ছোট ভুলগুলো ঠিক না করলে বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটবে না, ‘ছোট ছোট ভুলগুলো আমরা যতদিন পর্যন্ত ঠিক করতে না পারবো, ততদিন পর্যন্ত এরকম এ অবস্থা থাকবে। আমার ধারণা আমাদের যে দল আছে আমার দৃঢ় বিশ্বাস অনেক ভালো দল। এখন রেজাল্ট (বিশ্বকাপে) কী হবে জানি না কিন্তু আমরা ভালো দল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন