শোয়েব মালিককে তৃতীয় ম্যাচে পাচ্ছে না পাকিস্তান। একমাত্র ছেলে সন্তান অসুস্থ থাকায় ম্যাচ না খেলেই দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এই অলরাউন্ডার।
সোমবার ( ২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস।
আজ দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে৷ টানা দুটি ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে সফরকারীরা।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা সদস্যরা আগামীকাল সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তারা দুবাই হয়ে ফিরবে দেশে। আর টেস্ট দলের সদস্যরা ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে।