চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির গাইডলাইন মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপবে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ফলে কোহলিদের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আজ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ এমনটাই জানিয়েছেন। চলমান বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, ‘আইসিসি যে গাইডলাইন দিয়েছে, আমরা সেটাকেই অনুসরণ করবো। ‘ আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তান লেখা আছে, সেটির ব্যাপারে জানতে চাইলে বিসিসিআই সচিব বলেন, ‘আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করবো। ‘
৫০ ওভারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে। তবে স্বাগতিক হিসেবে থাকছে পাকিস্তানই। শুধুমাত্র ভারতের ম্যাচগুলোই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। দল ঘোষণাও হয়ে গেছে। এরমধ্যেই গতকাল শুরু হয় হয় জার্সি বিতর্ক।
জার্সিতে পাকিস্তানের নাম না থাকা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থাকে নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা গতকাল বলেন, ‘ক্রিকেটে রাজনীতিকে টেনে আনছে বিসিসিআই, যা খেলাটির জন্য ভালো নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককেও পাঠাতে চায় না তারা। এখন শোনা যাচ্ছে নিজেদের জার্সিতে স্বাগতিক দেশের নামও ছাপতে চায় না তারা। আমরা বিশ্বাস করি, আইসিসি এমনটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে। ’
এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্কের ঝড় বয়ে যায়। তবে আজ বিসিসিআই সেই বিতর্কের আগুনে পানি ঢেলে দিল। তবে আসর উদ্বোধনের দিন অধিনায়কদের ফটোসেশনে অংশ নিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠানো হবে কি না, সে ব্যাপারে মুখ খোলেননি বিসিসিআই সচিব।
২০০৮ সাল থেকে পাকিস্তানে খেলতে যায় না ভারত। এবারের চ্যাম্পিয়নস ট্রফি খেলতেও না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, বেশ বিপাকেই পড়ে যায় আয়োজক দেশ পাকিস্তান। পরে আইসিসির মধ্যস্থতায় ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে।
তবে আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে কিছু নিয়ম মেনে চলতেই হয়। এর মধ্যে জার্সির ব্যাপারটিও রয়েছে। সব দলকেই বাধ্যতামূলকভাবে জার্সির অনুমোদন নিতে হয় আইসিসির কাছ থেকে। জার্সিতে টুর্নামেন্টের লোগোর ব্যাপারেও কোনো ছাড় দেয় না আইসিসি।
তবে এশিয়া কাপের মতো আইসিসির বাইরের টুর্নামেন্টের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। ২০২৩ সালের এশিয়া কাপেই যেমন আয়োজক পাকিস্তানের নাম ছিল না। টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তখন জানায়, পলিসি পরিবর্তন করা হয়েছে এবং লোগোতে আয়োজক দেশের নাম রাখার দরকার নেই।
এদিকে জার্সি বিতর্ক নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। আইসিসিও এ নিয়ে কোনো বক্তব্য দেবে না।