English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

চেন্নাইকে জিতিয়ে নিজ পারফরম্যান্সে খুশি মুস্তাফিজ

- Advertisements -

নাসিম রুমি: চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন পর্যন্ত চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার এই পেসার। হাতছাড়া হওয়ার পর আবারও পুনরুদ্ধার করলেন পার্পল ক্যাপ। পেছনে ফেললেন যুজবেন্দ্র চাহাল ও মোহিত শর্মাকে।

যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি। তার স্লোয়ার কাটারে বিভ্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। নজরকাড়া পারফরম্যান্স করে শিকার করেছেন দুই উইকেট। ম্যাচ শেষে দলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুস্তাফিজ।

ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মুস্তাফিজ। নিজের পারফরম্যান্সে তৃপ্ত কাটার মাস্টার ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। মুস্তাফিজ বলেন, ‘আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।’

এছাড়া ম্যাচের উইকেট প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘আসলে যদি শিশির চলে আসে তখন উইকেট পরিবর্তন হয়ে যেতে পারে। আবার শিশির না আসলে উইকেটের আচরণ ভিন্ন হয়। আজকে শিশির আছে অনেক। আশা করি আমরা এই রানটা তাড়া করে ফেলতে পারব। স্লো টার্নার উইকেট। এমন না যে অনেক টার্ন করছে। বল পিচ করার পর সহজে ব্যাটে আসছিল না। আমাদের চিন্তা ছিল স্টাম্পে বল করা। ক্রমশ ব্যাটারের জন্য কাজটা কঠিন হয়ে উঠছিল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন