English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

ক্রিকেটের আইনে বদল, নতুন নিয়মে শচীনের সমর্থন

- Advertisements -

মানকাডিং আউট নিয়ে কম হইচই হয়নি। বল ছোড়ার সময় নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান এবং বল করা বাদ দিয়ে বোলার যদি স্টাম্প ভেঙে দেন, সেটাই এতদিন ধরে বলা হতো মানকাডিং আউট। এ ধরনের আউটকে অনেকে ক্রিকেটীয় চেতনাবিরোধী বললেও এবার থেকে একে সাধারণ রান আউট ধরা হবে। এছাড়া ক্যাচের সময় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান যদি পিচের ওপারে যান, তাহলে নতুন আইন অনুযায়ী পরের বলটি তিনি নন, মুখোমুখি হবেন নতুন ব্যাটসম্যান। দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু আইনে পরিবর্তন এনেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি), যা কার্যকর হবে আগামী অক্টোবর থেকে।

এই আইন পরিবর্তন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। তিনি বদলে যাওয়া আইনগুলোর মধ্যে দুটিকে সমর্থন জানালেন। টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমসিসির এই সিদ্ধান্তগুলোর প্রশংসা করেছেন তিনি।

শচীন বলেন, ‘এমসিসি কমিটি ক্রিকেটে কিছু নতুন নিয়ম তৈরি করেছে। আমি এগুলোর মধ্যে দুটিকে সমর্থন করছি। প্রথমটি হলো মানকাডিং আউট। আমি সবসময় এই আউটকে মানকাডিং বলার বিরোধী ছিলাম। আমি সত্যিই খুশি যে এটি পাল্টে এখন রান আউট বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার মতে এটিকে সবসময় রান আউট বলে গণ্য করা উচিত ছিল। সুতরাং এটি আমাদের সবার জন্য ভালো একটি খবর।’

আরেকটি যে নতুন আইনে শচীন সমর্থন দিয়েছেন সেটি হলো, ক্যাচ আউটের সময় নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যান পিচের ওপারে চলে গেলেও নতুন ব্যাটসম্যানই পরের বলে স্ট্রাইকে যাবেন।

শচীন বলেছেন, ‘আরেকটি নিয়মকে আমি সমর্থন দিচ্ছি সেটা হলো, নতুন ব্যাটসম্যানই আসবেন এবং পরের বল তিনিই খেলবেন। এটা একদম ঠিক। কারণ একজন বোলার যদি একটি উইকেট নেন, তাহলে নতুন ব্যাটসম্যানের বিরুদ্ধে তাকে বল করার সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে এই আইনের সিদ্ধান্ত সঠিক।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন