আসন্ন পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি দেওয়ার লক্ষ্যে কিছুসংখ্যক ছাগল কিনেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। সেখান থেকে একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোর।
এমনই খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। যেখানে তারা জানিয়েছে, কোরবানির পশুগুলো কেনার পর লাহোরের এক হাউজিং সোসাইটিতে নিজের বাসার সামনে ছাগলগুলো রেখেছিলেন তারা।
সেখান থেকে একদিন আগে দিবাগত রাত ৩টার দিকে চোর সবচেয়ে দামি ছাগলটাই চুরি করে নিয়ে গেছেন। কামরান আকমলের বাবা এই বিষয়ে জানিয়েছেন, এক দিন আগে কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। তাদের বাসার বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল সেগুলো। পশুগুলো দেখাশোনার জন্য একজন লোক ঠিক করে রাখা হয়েছিল।
কিন্তু তিনি ঘুমিয়ে পড়লে দিবাগত রাত ৩টার দিকে চুরির ঘটনা ঘটে। চোর সবচেয়ে দামি ছাগল চুরি করে নিয়ে গেছেন, যার দাম ৯০ হাজার রুপি।
ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট হাউজিং সোসাইটি ব্যবস্থা নিচ্ছে। তারা চোরকে খুঁজে বের করে ছাগল উদ্ধারে জোরেশোরেই কার্যক্রম শুরু করেছে বলেও জানা যায়।