English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কলকাতার একাদশে সুযোগ নেই লিটনের, বলছেন শেবাগ

- Advertisements -

নাসিম রুমি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিটন দাসের অভিষেক হবে কি না—তা নিয়ে যেন একটু রোমাঞ্চিত বাংলাদেশের ভক্ত–সমর্থকেরা। বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ। তবে কলকাতার একাদশে লিটনের সুযোগ নেই বলে মনে করছেন বীরেন্দর শেবাগ।

কলকাতা একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে লিটনের প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়। লিটন, গুরবাজ ও রয়—তিন ব্যাটারই সাধারণত খেলেন ওপেনার হিসেবে। রয় এবারের আইপিএলে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। সেখানে তিন ম্যাচই খেলেছেন গুরবাজ। তিন ম্যাচে এক ফিফটিতে ৯৪ রান করেছেন আফগান এই ওপেনার। ১৩০.৫৬ স্ট্রাইক রেটও টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ধরে নেওয়া যায়। যদিও কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেনি কোনো উদ্বোধনী জুটিই। তিন ম্যাচে উদ্বোধনী জুটি থেকে এসেছে ৭২ রান। তারপরও কলকাতার একাদশে লিটনকে দেখছেন না শেবাগ। ক্রিকবাজের ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে ভারতীয় এই সাবেক ব্যাটার বলেন, ‘আমার মনে হয় না গুরবাজকে বসিয়ে লিটনকে খেলানো উচিত। গুরবাজকে ৭ ম্যাচ দেখা উচিত।’

প্রথমবারের মতো আইপিএল খেলতে গত রোববার ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে শেখার মঞ্চ লিটনের। বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না—এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন