ভারতের রাজস্থানের সাবেক স্পিনার বিবেক যাদব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার করোনার সঙ্গে লড়াইয়ে হেরে না ফেরার দেশে চলে গেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
বিবেক পাকস্থলির ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন গত দুই বছর ধরে। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই মারা যান তিনি।
২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় বিবেকের। ২০১১ সালে রাজস্থানের প্রথম রঞ্জি ট্রফি জয়ী দলে ছিলেন তিনি, ওই আসরের ফাইনারে বারোদার বিপক্ষে নেন চার উইকেট। ২০১২ সালের আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসে সুযোগ পেয়েছিলেন। যদিও মাঠে নামা হয়নি তার, বেঞ্চেই সময় কাটাতে হয়েছে।