করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। এজন্য নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে দল থেকে সরে দাঁড়াতে হলো এই পেসারকে। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।
করোনায় আক্রান্ত হলেও লুঙ্গি এনগিদি ভালো ও উজ্জীবিত আছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে লুঙ্গির স্থলাভিষিক্ত হিসেবে জুনিয়র ডালার নাম ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। পেস ইউনিটের আরেক সদস্য লিজাড উইলিয়ামস ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না।
প্রথম সারির ছয় খেলোয়াড় অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়াকে বিশ্রামে রেখে এই সিরিজের দল ঘোষণা করেছিল সিএসএ। এই সিরিজে অধিনায়কের ভূমিকায় থাকবেন কেশব মহারাজ। আগামী ২৬ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।