তারকারা প্রায়ই ট্রলের শিকার হন। অনেকে এর জবাব দেন, আবার কেউ দেন না। তবে ট্রলের কঠিন জবাব দিয়েছেন ওয়াসিম আকরাম। স্যুট পরে সুইমিং পুলে নেমে বিদ্রুপকারীদের উল্টো বিদ্রুপ করেছেন পাকিস্তানের এ ক্রিকেট কিংবদন্তি।
গত বছর ওয়াসিম আকরাম পুলে খালি গায়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওর জন্য অনেকেই তাকে বিদ্রুপ করেছেন।
গতকাল শুক্রবার আরেকটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে স্যুট পরে সুইমিং পুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। সাবেক টেস্ট অধিনায়ক ওয়াসিম জানান, ‘খালি গায়ে সুইমিং পুলে একটি ভিডিও পোস্ট করেছিলাম। এতে কেউ কেউ বলেছেন, আপনার লজ্জা করে না? এবার আপনারা খুশি? এবার আমি থ্রি-পিস স্যুট করে সাঁতার কাটছি।’