English

17 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

এমসিসির নতুন পরামর্শক বোর্ড, চেয়ারম্যান সাঙ্গাকারা

- Advertisements -

এমসিসির ‘ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি’র বদলে আরও বৃহত্তর ভূমিকা পালন করতে গঠিন হয়েছে ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড’। এই বোর্ডের পরামর্শক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমার সাঙ্গাকারা।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ সহ আরও ১৩ সদস্য থাকছেন এই বোর্ডে।২০০৬ সালে শুরু হওয়া এমসিসির ছিল না কোনো আনুষ্ঠানিক ক্ষমতা। তবে ক্রিকেটের প্রাসঙ্গিক বিষয়সহ নিয়ম, আইন-কানুন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করা এই কমিটির পরবর্তীতে গুরুত্ব বাড়তে থাকে। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আইসিসি পরিবর্তন করতো বিষয়গুলো। এই কমিটি থেকেই এসেছে ডিআরএস, গোলাপি বলে দিন-রাতের টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ব্যাটের আকারসহ বেশ কয়েকটি পরিবর্তন।

কমিটিতে রাখা হতো সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও ক্রিকেট ব্যক্তিত্বরা। এই কমিটিতে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। সেই কমিটিই এবার আসছে আরও বড় পরিসরে। ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড নামকরণ করা এই কমিটিতে সাঙ্গাকারা ও জয় শাহ ছাড়াও আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ।

আগামী ৭ ও ৮ জুন অনুষ্ঠিত হবে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপরই লর্ডসে দ্বিতীয় ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডের প্রথম সভা হবে। এছাড়া বছরজুড়েই অনলাইনে সংযুক্ত থাকবে এই বোর্ড বা প্রয়োজন অনুযায়ী সভা করবে। এক বিবৃতিতে বিষয়টি গতকাল জানায় এমসিসি।

একনজরে ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড সদস্যরা:
১। কুমার সাঙ্গাকারা (চেয়ারম্যান, সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক)
২। আনুরাগ দাহিয়া (আইসিসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা)
৩। ক্রিস দেরিং (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী)
৪। সৌরভ গাঙ্গুলি (সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান)
৫। সানযোগ গুপ্তা (জিওস্টার স্পোর্টসের প্রধান নির্বাহী)
৬। মেল জোন্স (সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার)
৭। হিদার নাইট (ইংল্যান্ড নারী দলের বর্তমান অধিনায়ক)
৮। ট্রুডি লিন্ডব্লেড (ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী)
৯। হিথ মিলস (ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান)
১০। ইমতিয়াজ প্যাটেল (সুপারস্পোর্টের সাবেক চেয়ারম্যান)
১১। জয় শাহ (আইসিসি চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সাবেক সচিব)
১২। গ্রায়েম স্মিথ (সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও এসএ টোয়েন্টির কমিশনার)
১৩। অ্যান্ড্রু স্ট্রাউস (সাবেক ইংল্যান্ড অধিনায়ক)

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন