নাসিম রুমি: সমালোচনার বেড়াজাল থেকে যেন মুক্তিই পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে তামিম ইকবালের বাদ পড়ার ইস্যু থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এরপর যতই দিন গিয়েছে, সেই সমালোচনার ডালপালা বড় হয়েছে।
টুর্নামেন্টে বাংলাদেশের ভয়াবহ পারফর্ম্যান্সের জন্যেও কাঠগড়ায় তোলা হয়েছে এই ক্রিকেটারকে। আর তার নিজের বাজে ফর্ম তো আছেই।
এবার সেই সমালোচনায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের একসময়ের সুপারস্টার আশরাফুল মনে করেন, সাকিবের কাছ থেকে এখন সৎ পরিকল্পনাও আশা করা যায় না। এমনকি দলের সব ব্যর্থতায় দায়ও দেয়া হয়েছে অধিনায়ক সাকিবকে।
দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সাকিব বিশ্বকাপ খেলতে আসার আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছে ১২ নভেম্বর থেকে আর অধিনায়ক থাকবে না। এ রকম মানসিকতা নিয়ে যে বিশ্বকাপে খেলতে আসে, তার কাছ থেকেও সৎ পরিকল্পনা আশা করা যায় না।