জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: আজ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে খুলনার দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা ৭ রানে হেরেছে চট্টগ্রাম।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটরক্ষক-অধিনায়ক নুরুল হাসান সোহানের (৩৯ বলে ৫২ রান) ফিফটিতে ১৪৬ রান করে খুলনা। অবশ্য তারা অলআউট হয় ১৯.৩ ওভারে। ইনিংসের ৫ম বলে ওপেনার এনামুল হক বিজয়ের (৪) বিদায়ে শুরুতে চাপে পড়ে যায় খুলনাও। তবে এরপর আরেক ওপেনার আজিজুল হাকিম তামিম (২০), মোহাম্মদ মিঠুন (১৬) ও ইমরুল কায়েসের (১৭) ছোট ছোট ইনিংসে ভর করে এগিয়ে যেতে থাকে তারা। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শরীফ, ৩ উইকেট পেয়েছেন ফাহাদ হোসেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ৪৯ রানে হারিয়ে বসে ৩ উইকেট। বিদায়ের শুরু ওপেনার মাহমুদুল হাসান জয়কে (৮) দিয়ে। এরপর দলকে বিপদে ফেলে ফেরেন আরেক ওপেনার সাদিকুর রহমান (১১) ও অভিজ্ঞ মুমিনুল হক (৮)। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন শাহাদাত হোসেন দিপু। দলীয় ৫৪ রানে ফেরেন তিনি। জিততে ৪ উইকেট নিয়ে শেষ ১২ বলে ২৫ রান করতে হতো চট্টগ্রামকে।
সেই সমীকরণ মেলাতে পারেনি ইয়াসির আলী রাব্বির দল। মেহেদী হাসান রানার করা ইনিংসের ১৯তম ওভারে চট্টগ্রাম নিতে পারে মাত্র ১ রান। পরের ওভারে নাঈম হাসান (৩৭*) ঝড় তুললেও চট্টগ্রামকে থামতে হয় ৬ উইকেটে ১৩৯ রানে। তাঁকে সঙ্গ দেওয়া আহমেদ শরীফ অপরাজিত ছিলেন ৫ রানে।