জহিরুল ইসলাম মিশু: জাতীয় ক্রিকেট লীগ এনসিএলের আজ বুধবারের ম্যাচে সিলেট বিভাগ ২ উইকেটে বরিশাল বিভাগকে,খুলনা বিভাগ ৫ উইকেটে চট্টগ্রাম বিভাগকে,ঢাকা বিভাগ ৭ উইকেটে রাজশাহী বিভাগকে ও ঢাকা মেট্রো ৭ উইকেটে রংপুর বিভাগকে হারিয়েছে। টুর্নামেন্টে এটাই রংপুর বিভাগের প্রথম হার।
বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বরিশাল বিভাগ সবকয়টি উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১০৮ রান সংগ্রহ করে।দলের পক্ষে সর্বোচ্ছ ২৬ রান করেন ইফতেখার হোসেন ইফতি।সিলেট বিভাগের পক্ষে তিনটি করে উইকেট নেন তোফায়েল আহমেদ ও এবাদত হোসেন।জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট বিভাগ শুরুতে কিছুটা চাপের মধ্যে পড়ে।১৮.৫ বল খেলে আট উইকেট হারিয়ে ১০৯ রান করে জয় নিশ্চিত করে।সিলেটের পক্ষে সর্বোচ্ছ ২১ রান করেন তৌফিক খান তুষার।ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেটের মাহফুজুর রাব্বি।
একই সময় মেইন গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৫ উইকেটে পরাজিত করে খুলনা বিভাগ।প্রথমে ব্যাট করে চট্টগ্রাম বিভাগ ২০ ওভারে ৬ উইকেট ১২৯ রান।দলের পক্ষে সর্বোচ্ছ ৬১ রান করেন ইয়াসির আলী চৌধুরী।জবাবে খুলনা বিভাগ ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়।ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন খুলনার জিয়াউর রহমান।
দুপুরে সিলেট একাডেমি মাঠে অনুষ্ঠিত অপর ম্যাচে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ।প্রথমে ব্যাট করে রাজশাহী বিভাগ সবকয়টি উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৪০ রান করেন।দলের পক্ষে সর্বোচ্ছ রান করেন তৌহিদ হৃদয়।তিনি ২৬ বল খেলে ৩৭ রান করেন।ঢাকা বিভাগের পক্ষে ইকবাল হাসান ইমন নেন ৩টি উইকেট।জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ১৫.১ ওভারে জয়ের লক্ষে পৌঁছে যায় ঢাকা বিভাগ।দলের পক্ষে সর্বোচ্ছ রান করেন জাওয়াদ আবরার।তিনি ৩৯ বল খেলে ছয়টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬২ রান করেন।তিনি ম্যান অব দা ম্যাচ এর সম্মানে ভূষিত হন।
একই সময় মেইন গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর ম্যাচে টুর্নামেন্টের প্রখম পরাজয়ের স্বাদ গ্রহণ করলো রংপুর বিভাগ।তার ঢাকা মেট্রোর কাছে ৭ উইকেটে শোচনীয় পরাজয় বরন করে।প্রখমে ব্যাট করে রংপুর বিভাগ ১৯.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায়।দলের পক্ষে ২৩ বলে৪৭ রান করেন আলাউদ্দীন বাবু।ঢাকা মেট্রো এর পক্ষে তিনটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও আলিছ আল ইসলাম।ঢাকা মেট্টো ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দলের পক্ষে সাদমান ইসলাম সর্বোচ্ছ ৫৪ রান করেন।ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি।