English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

এনসিএলে টানটান উত্তজনা ম্যাচে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের জয়

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু: জাতীয় ক্রিকেট লীগ এনসিএলের মঙ্গলবার এর দুপুরে অনুষ্ঠিত দূটি ম্যাচে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগ।

মঙ্গলবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা মেট্রো ১ রানে সিলেট বিভাগকে পরাজিত করে।এই হারের ফলে সিলেট বিভাগ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো।প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রো নির্ধারিত বিশ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করে।দলের পক্ষে সর্বোচ্ছ রান করেন আবু হায়দার রনি।তিনি ২৩ বলে পাঁচটি ছয় ও দুইটি চারের সাহায্যে ৪৭ রান করেন।সিলেটের পক্ষে নাইম হাসান সাকিব নেন ৩টি উইকেট।১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোছট খায় সিলেট বিভাগ।১০ ওভারে ৫৫ রানে ৪ উইকেটর পতন হয়।পরে সিলেটের ব্যাটসম্যান মুস্তাফিজুর রাব্বি একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।কিন্তু শেষ রক্ষা হয়নি।মাত্র ১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেট বিভগকে।মুস্তাফিজ রাব্বি ৩৯ বলে সাতটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৮২ রান করেন।ঢাকা মেট্রোর পক্ষে ২টি উইকেট নেন আবু হায়দার রনি।তিনি ম্যাচ সেরার পুরুষ্কার পেয়েছেন।

এদিকে একই সময় আউটার গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৪ রানে রাজশাহী বিভাগকে হারিয়েছে।প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিভাগ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করে।দলের পক্ষে সর্বোচ্ছ ৫৪ রান করেন ইরফান সরকার ও মুমিনুল হক।

রাজশাহীর পক্ষে ৩ উইকেট নেন সাব্বির হোসেন।১৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজশাহী বিভাগ ২০ ওভারে ১৯৪ রান করে।দলের পক্ষে সর্বোচ্ছ ৬৯ রান করেন তাওহীদ হৃদয়।তিনি ৫০ বল খেলে ৬৯ রান করেন।চট্টগ্রাম এর পক্ষে ৩ উইকেট নেন আহমেদ শরীফ ও ২ উইকেট নেন নাঈম হাসান।এই জয়ের ফলে চট্টগ্রাম বিভাগ ৫ খেলায় ৩ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।রাজশাহী বিভাগ ৫ খেলায় ১ জয় ও ৪ হার নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন